তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : | শনিবার, ০২ জানুয়ারি ২০২১
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড় তেঁতুলিয়ায় বিজয় দিবস ভলিবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সাড়ে ৩টায় আজিজনগর প্রাথমিক স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সরদারপাড়া স্পোর্টিং ক্লাব বনাম ভলিবল একাডেমী পঞ্চগড় অংশ নেয়। এতে জয় ছিনিয়ে নেয় সরদারপাড়া স্পোর্টিং ক্লাব। খেলা পরিচালনা করেন আব্দুল হামিদ। খেলাটি দেখতে প্রচুর দর্শকের সমাগম ঘটে ।
সন্ধ্যায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রেখে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন। প্রধান অতিথি বক্তব্যে বলেন, খেলাধূলার উদ্যোগ নেয়ার একটা উদ্দেশ্য রয়েছে। যুব সমাজকে সুস্থ্য বিনোদন দিয়ে ভয়াবহ মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধূলার বিকল্প নেই। বিশেষ করে যারা খেলাধূলার সাথে যুক্ত, তাদের মহামারি করোনা তেমন সংক্রমণ করতে পারেনি। কোন খেলোয়ার করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে এরকম জানা যায়নি। তিনি বলেন, শিক্ষা-সংস্কৃতিতে ও খেলাধূলার মধ্য দিয়ে ভয়াবহ মাদক প্রতিরোধ করে আজিজনগর গ্রামটিকে একটি মডেল হিসেবে গড়ে তোলা হবে। আর কোন শিক্ষার্থী লেখাপড়া বাদ দিয়ে সন্ধ্যার পর বাইরে আড্ডা দিতে পারবে না।
এ সময় সাইদুর রহমান বাবলুর সভাপতিত্বে হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান কাজী আনিছুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক তাজিরুল ইসলাস তাজু, কবি জসিম উদ্দীন সংসদের উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিয়া, মোখলেসুর রহমান, জুলফিকার আলী জুয়েল, তেঁতুলিয়া সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক মোশারফ হোসেন মিয়া, আজিজনগর সপ্রাবির সভাপতি আবু সাঈদ মিয়া, সাবেক ছাত্রলীগ সভাপতি মাসুদ করিম সিদ্দিকী ও সংগঠনটির সকল সদস্য।
গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসে প্রতিবারের ন্যায় বিজয় দিবস ভলিবল লীগের আয়োজন করে আজিজনগরের কবি জসিম উদ্দীন সংসদ নামের সংগঠন। সংগঠনটি জন্মলগ্ন হতে বিভিন্ন সামাজিক কর্মসূচি পালনের পাশাপাশি উন্নয়নমূলক কর্মকান্ড চালিয়ে আসছে।শিক্ষা-সংস্কৃতি, খেলাধূলা কেন্দ্রিক আয়োজনের মধ্যে যুব সমাজকে মাদকের ভয়াবহতার দিক থেকে সরিয়ে রাখতে সংগঠনটির কার্যক্রমে ভূয়সী সুনাম ছড়িয়ে পড়েছে জেলার সর্বস্তরে।
Posted ১:৩৩ অপরাহ্ণ | শনিবার, ০২ জানুয়ারি ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি