তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
‘দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে তেঁতুলিয়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ভার.) মাসুদুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন, প্রকৌশলী আবু সাঈদ, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেলোয়ার হোসেনসহ প্রেসক্লাবের সভাপতি সোহরাব আলী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জাবেদুর রহমান জাবেদ, এস কে দোয়েল প্রমুখ।
আলোচনা সভায় মহামারী করোনা দূর্যোগসহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ নিরসনে সকলকে এক সাথে কাজ করার আহবান জানানো হয়।
পরে উপজেলা চত্বরে ফায়ার সার্ভিস কর্মীদের অংশগ্রহণে জনসচেতনতামূলক অগ্নিনির্বাপন মহড়া প্রদর্শন করা হয়।
Posted ৯:০৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি