তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : | বুধবার, ০২ ডিসেম্বর ২০২০
তথ্য পেলে জনগণ, নিশ্চিত হবে সুশাসন’-প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে তথ্য অধিকার আইন ২০০৯ ও আরটিআই অনলাইন ট্রাকিং সিস্টেম বিষয়ক কর্মশালা।
আজ বুধবার সকালে উপজেলা প্রশাসন ও তথ্য কমিশন এর আয়োজনে পরিষদ হলরুমে নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয় এ কর্মশালা। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তথ্য অধিকার আইন ও আরটিআই অনলাইন ট্রাকিং সিস্টেম বিষয়ে তুলে ধরেন তথ্য কমিশনের উপ-পরিচালক এ, কে, এম তারিকুল আলম। সহকারি পরিচালক (প্রশিক্ষণ) হিসেবে সালাহ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, সহকারি কমিশনার (ভূমি) মাসুদুল হক, মডেল থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম ও স্বাস্থ্য কর্মকর্তা আবুল কাশেম প্রমুখ।
দিনব্যাপী এ কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের সচিব ও সাংবাদিকবৃন্দ অংশ নেন।
Posted ১০:৩২ পূর্বাহ্ণ | বুধবার, ০২ ডিসেম্বর ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি