| বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: ইসলামী ব্যাংকের বিকল্প উন্নত ব্যাংকিং সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দেওয়ার লক্ষ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়া এজেন্ট ব্যাংকিং এর শাখা উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় চৌরাস্তা বাজারে মোস্তফা টাওয়ারের দ্বিতীয় তলায় শুভ উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করল্ধসঢ়; এজেন্ট ব্যাংকিং। এটার এজেন্ট হয়েছে মেসার্স তৃষ্ণা এন্টার প্রাইজ।
অনুষ্ঠানে জেলা ইসলামী ব্যাংক শাখার মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চৌরাস্তা বাজার এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এ্যাক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব জোন রংপুরের এ.কে.এম পেয়ার আহমাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসভিপি ও শাখা প্রধান রংপুরের রেজাউল ইসলাম, তেঁতুলিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, বীর প্রতীক আব্দুল মান্নান, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি আব্দুল লতিফ তারিন, সহ-অধ্যাপক মোহাম্মদ আব্দুল হান্নান, তৃষ্ণা এন্টার প্রাইজের প্রোপাইটার আলহাজ্ব তাজিরুল ইসলাম তাজু প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চৌরাস্তা বাজার এজেন্ট ব্যাংকিং শাখার সাফল্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পঞ্চগড় নুরুন আল নুর কামিল মাদরাসার সহ-অধ্যাপক ও অত্র এলাকার বিশিষ্ট আলেম মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান।
Posted ১১:৫৬ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি