| শনিবার, ১৯ অক্টোবর ২০১৯
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ব্রহ্মতোল এলাকায় এক অজ্ঞাত ব্যক্তির মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার তিরনইহাট ইউপির অন্তর্গত ব্রহ্মতোল গ্রামের সুইসগেটের একটি খাল হতে মাথাবিহীন মরদেহটি উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে মডেল থানা পুলিশ লাশটি থানা নিয়ে আসে।
এলাকাবাসী ও তিরনইহাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মানিকের সাথে কথা হলে তারা জানান, ভোরে সুইচগেটের খালে চাদর মোড়ানো মস্তকবিহীন লাশ পড়ে থাকতে দেখতে পাই। এটা দেখে আমি পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
খবর পেয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন রায় মডেল থানার ওসি জহুরুল ইসলাম ও ওসি তদন্ত আবু সাঈদ চৌধুরীকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। বেলা ১১টার দিকে এলাকার যুবকরা মরদেহ লাশটির মাথা খুঁজতে পানিতে নেমে খুঁজলেও মাথা পাননি তারা। এ লাশের ওয়ারিশ কারা তা জানা যায়নি এখনো। এ ঘটনায় ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ জানান, মরদেহটির মাথা না থাকায় পরিচয় পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে থানায় নিয়মিত আইনে হত্যা মামলা দায়ের করা হবে। তেতুঁলিয়া মডেল থানার অফিসার্চ ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম মস্তকবিহীন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Posted ১:৫৭ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ অক্টোবর ২০১৯
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি