| সোমবার, ০৮ জুন ২০২০
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
তেঁতুলিয়ায় প্রথমবারের মতো করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ উপসর্গ নিয়ে মারা গেলেন বেগম (৪৫) নামে এক নারী। সোমবার (৮ জুন) দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান এ নারী। তিনি সদর ইউনিয়নের দর্জিপাড়া গ্রামের ভ্যান চালক মজিবরের স্ত্রী।
তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইয়াসার হাবীব এ প্রতিবেদককে তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, জ্বর ও সর্দি-কাশি নিয়ে গতকাল রবিবার জরুরী বিভাগে চিকিৎসা নিতে আসেন ওই নারী। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে পাঠানো হয়। পরে অবস্থা অবনতি হলে তাকে আজ হাসপাতালে নিয়ে আসার দু’তিন মিনিটের মধ্যে হিসেবে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে মারা যাওয়া ওই নারীর স্বামী মজিবর জানান, গত পরশু তার সামান্য সর্দি-কাশি ও জ্বর অনুভব হলে রোববার হাসপাতালে নিয়ে আসি। ডাক্তার ওষুধ লিখে দিলে বেগমকে বাড়িতে নিয়ে যাই। রাতে ও সকালে ঢেকুর দেখা দিলে হাসপাতালে আনার পর সে মারা যায়।
তবে ওই নারী করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা জানতে চাইলে ডা. ইয়াসার হাবিব বলেন, তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। ল্যাবে তার নমুনা পরীক্ষা করা হবে। এরপর ফলাফল দেখে নিশ্চিত হওয়া যাবে তিনি করোনা পজিটিভ ছিলেন কি-না।
Posted ১০:৩৯ পূর্বাহ্ণ | সোমবার, ০৮ জুন ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি