| বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
সরকারি আদেশ অমান্য করার দায়ে ৪ ব্যবসায়ীকে অর্থদন্ড
রবিউল ইসলাম রতন
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় করোনা ভাইরাস প্রতিরোধ এবং এর প্রাদুর্ভাবজনিত পরিস্থিতি মোকাবেলায় সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি অনুযায়ী নিরাপদ দুরত্ব বজায় রেখে ব্যবসা পরিচালনা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনী নিয়মিতভাবে বাজার মনিটরিং, ঢাকা-নারায়নগঞ্জসহ অন্যান্য এলাকা আগত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইন, বিদেশ প্রত্যাগত ব্যক্তিদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন, লকডাউন কার্যক্রম নিশ্চিতকরাসহ আইন শৃঙ্খলা রক্ষা, কর্মহীন অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ, তদারকি ও গণসচেতনতা কার্যক্রম চলমান রয়েছে।
এ সময় সরকারি আদেশ অমান্য করে ব্যবসা পরিচালনা করার দায়ে তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া শালবাহান রোড বাজারে ০২ জন ও শালবাহান বাজারে ০২ জনকে, আজ (৩০ এপ্রিল) মোট ০৪ জন ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করা হয়।সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুল হক এ দন্ডাদেশ প্রদান করেন। এ সময় সঙ্গীয় সেনাবাহিনী সহযোগিতা করেন।
Posted ৪:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি