তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : | রবিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২১
সারাদেশের ন্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কোভিড -১৯ করোনা ভাইরাসের টিকাদান কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল কাশেমের সভাপতিত্বে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সারির ৪০ জন করোনা যোদ্ধাকে টিকাদানের মধ্যে দিয়ে এ টিকাদান কর্মসুচির এর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু ও নির্বাহী অফিসার কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা।
প্রথম টিকা গ্রহণ করেছেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুুদুর রহমান ডাবলু। পরে নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা, সহকারি কমিশনার (ভূমি) মাসুদুল হক, মডেল থানার ওসি আবু সায়েম, স্বাস্থ্য কর্মকর্তা আবুল কাশেম, চিকিৎসক, নার্স ও বীর মুক্তিযোদ্ধা প্রমুখ।
তেঁতুলিয়ায় উপজেলায় প্রথম পর্যায়ে ১৫৩ ভায়াল টিকা প্রদান করা হয়েছে। এ ভায়ালে টিকা দেয়া যাবে দেড় হাজার মানুষকে। প্রথম ধাপে ৫৫ বছর বয়সী উর্ধ্বে ব্যক্তিদের দেয়া হবে এ কোভিড-১৯ টিকা। রবিবার বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে ৩শ ৭৪ জন রেজিস্টশন করেছেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। অনুষ্ঠানে সকলকে নির্ভয়ে টিকা নেয়ার জন্য রেজিস্টশন করতে আহবান জানান উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু ।
Posted ১১:০৯ পূর্বাহ্ণ | রবিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি