তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : | বুধবার, ০১ সেপ্টেম্বর ২০২১
ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের অধীনে খামারীদের মাঝে খাদ্য উপকরণ বিতরণ করেছে তেঁতুলিয়া প্রাণি সম্পদ কার্যালয়। বুধবার দুপুরে প্রাণি সম্পদ কার্যালয়ে ১২ জন খামারীকে গো-খাদ্য বিতরণ করেন প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.কাজী মাহবুবুর রহমান। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ফিড, ভুষি, মিল্ক ও রিপ্লেসার।
এসময় প্রাণিসম্পদ কার্যালয়ের উপ-সহকারি আব্দুল্লাহ্ আল মাসুদ, শামিম শাহরিয়ার, গোট ডেভলাপমেন্ট কর্মী রওশন আরা পারভীনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা উপকারভোগী খামারিরা উপস্থিত ছিলেন।
প্রাণি সম্পদ কর্মকর্তা জানান, উক্ত প্রকল্পের মাধ্যমে উপজেলার ১২ জন খামারীকে প্রতি মাসেই এরকম খাদ্য সামগ্রী নিয়মিত ইনপুট সহায়তা প্রদান করে আসছে। এদের মধ্যে ১০ জন সিজিএফ (কনট্রাক্ট গ্রোস ফার্মার) ও ২ জন বাক কীপার। তিনি আরও বলেন, মহামারী করোনা পরিস্থিতির মধ্যেও প্রাণি সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ঝুঁকি নিয়েই উপজেলার সকল ইউনিয়নের সুফলভোগী খামারীদের দোড়গোড়ায় চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।
Posted ১০:৫৪ পূর্বাহ্ণ | বুধবার, ০১ সেপ্টেম্বর ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি