তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : | বুধবার, ০১ ডিসেম্বর ২০২১
তেঁতুলিয়ায় আল্পনা (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। বুধবার সকালে উপজেলার ভজনপুর ইউনিয়নের গোলাব্দিগছ গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। আল্পনা একই গ্রামের মোমিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে মোমিন ও আল্পনার বিয়ে হয়। সকালে বাড়ির কাজ শেষে বাইরে যায় মোমিন। বাড়ি ফিরে ফাঁস রান্না ঘরে আল্পনার মৃতদেহ ঝুলতে দেখে চিৎকার করে। চিৎকার শুনে স্থানীয়রা ঝুলন্ত লাশ দেখে ইউপি চেয়ারম্যানসহ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহের প্রাথমিক সূরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বলেন, লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে
Posted ১২:২৭ অপরাহ্ণ | বুধবার, ০১ ডিসেম্বর ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি