| রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২০
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ “সবাই মিলে হাত মেলাই, নিরাপদ খাদ্য নিশ্চিত চাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়ায় পালিত হয়েছে জাতীয় খাদ্য নিরাপদ দিবস। এ উপলক্ষে রবিবার বেলা ১১টায় উপজেলা চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
পরে ঐতিহাসিক তেতুলতলায় নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাসুদুল হকের সভাপতিতে আলোচনা সভায় উপস্থিত থেকে নিরাপদ খাদ্যের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, সুলতানা রাজিয়া, জাতীয়পার্টির সভাপতি মোখলেসুর রহমান ও খাদ্য কর্মকর্তা হৃষিকেশ দেবশর্মা প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তাসহ সচেতন নাগরিকবৃন্দ।
সভায় বক্তারা বলেন, পুষ্টিসম্মত নিরাপদ খাদ্য সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় নিয়ামক। অনিরাপদ খাদ্য ক্যান্সার, কিডনি রোগ, বিকলাঙ্গতাসহ মারাত্মক স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে। এজন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য সম্পর্কে জনগণকে সচেতন করা অত্যন্ত জরুরী উল্লেখ করে নিরাপদ খাদ্য ব্যবস্থার উপর গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।
Posted ১১:৫৮ পূর্বাহ্ণ | রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি