| বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২০ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (২৩ জুন) পঞ্চগড়ের তেঁতুলিয়ার ভজনপুর বাজারে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রয় ও মাছে ক্ষতিকর রাসায়নিক প্রয়োগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় এক জন ব্যক্তিকে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রয় ও সংরক্ষণের অভিযোগে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী অর্থদন্ড দেয়া হয় এবং উপস্থিত সকলকে সচেতন করা হয়। এ ছাড়াও অবৈধ ভাবে রাখা কারেন্ট জাল জব্দ করে ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় বাজারের মাছের দোকানগুলোতে নিষিদ্ধ পোনামাছ বিক্রয়ের বিরুদ্ধে প্রচারণা চালনা সহ মাছের খাদ্য মূল্য মনিটরিং করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুল হক
এ সময় সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমরান ও তার দপ্তরের কর্মচারীবৃন্দ এবং সঙ্গীয় পুলিশ ফোর্স।
Posted ৫:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি