| শনিবার, ১৫ আগস্ট ২০২০
রবিউল ইসলাম রতন
তেঁতুলিয়া উপজেলায় ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৫তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস ২০২০ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথভাবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব অনুসরন করে সকালে কালো ব্যাজ ধারণ করে উপজেলা পরিষদ চত্ত্বর ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপনকৃত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল, আত্মকর্মসংস্থান ও দারিদ্র বিমোচনের জন্য ঋণের চেক ও অর্থ বিতরণ, বৃক্ষরোপন কর্মসূচি ও গাছের চারা বিতরণসহ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহামুদুর রহমান। এ সময় সহকারী কমিশনার (ভূমি), উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
Posted ১:০৩ অপরাহ্ণ | শনিবার, ১৫ আগস্ট ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি