| মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
তেঁতুলিয়ায় ঝড়ছে বৃষ্টি,১৪ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড
পঞ্চগড় সংবাদদাতাঃ
লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান ও মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানে পঞ্চগড়ে মুসলধারে বৃষ্টি ঝড়ছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৯ টায় তেঁতুলিয়ায় আজ ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অফিস জানায়,ঢাকা,ময়মনসিংহ,খুলনা রাজশাহী,বরিশাল,সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি পাত হতে পারে।
এ বিষয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়ার অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন,আজ সকাল ৯ টা পর্যন্ত বৃষ্টি রের্কড করা হয়েছে ১৪ মিঃমিঃ এবং দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রী সেঃ। সারাদেশের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
Posted ৬:৪৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি