তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : | বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাজার থেকে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের চাপায় আব্দুল খালেক (৬৫) নামে এক সাইকেল আরোহী বৃদ্ধের মৃত্যু হয়েছে। এদিকে বিক্ষুব্ধ জনতা ট্রাক্টরটিকে আটক করলেও ঘটনার পর পরেই চালক পালিয়ে যায়।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সন্ধায় উপজেলার শালবাহান ইউনিয়নের বালাবাড়ী গ্রামে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল খালেক একই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল খালেক নামে ওই বৃদ্ধ সাইকেল করে বাজার থেকে বাড়ি যাচ্ছিলো। এসময় অপরদিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে রাস্তায় চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে আব্দুল খালেক নামে ওই বৃদ্ধ।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
Posted ২:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি