| শুক্রবার, ২৭ মার্চ ২০২০
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
বাংলাদেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী উপজেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অসহায় দরিদ্র, শ্রমজীবীরা পড়েছে চরম বিপাকে, দেশে করোনা ভাইরাস প্রতিরোধে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সকল কিছু বন্ধ ঘোষণা করেছে সরকার, এতে করে দুশ্চিন্তায় পড়েছে খেটে খাওয়া দিনমজুরা।
কেউ জেনো এই কঠিন সময়ে অনাহারে না ভুগে সেই লক্ষ্যে দরিদ্রদের মাঝে সপ্তাহে দুইদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ এই সকল দরিদ্রদের খুজে খুজে তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করবে। শুক্রবার (২৭ মার্চ) কার্যক্রমটি শুরু করা হয়েছে। উপজেলার তিরনই হাট ইউনিয়নের একটি গ্রামের ২৫ টি পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী দিয়ে তাদের এই কার্যক্রম শুরু করলো সংগঠনটি।
শিশুস্বর্গের পরিচালক কবীর আহমেদ আকন্দ বলেন, কনোরা ভাইরাসের কারণে অঘোষিত লক ডাউনের ফলে অনেকে কর্মহীন হয়ে পড়েছে, এই অবস্থা বিবেচনা করে আমরা অসহায় এবং দরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়াতে চাই, আমাদের কার্যক্রম শুরু হলো, পরিস্থিতি বিবেচনা করে শিশুস্বর্গের এই প্রজেক্টটি চলমান থাকবে।
Posted ১২:৪১ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ মার্চ ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি