তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি | শুক্রবার, ২৫ জুন ২০২১
তেঁতুলিয়ায় স্থানীয় বড় চা চাষীদের উদ্যোগে গড়ে উঠা বিসমিল্লাহ টি ফ্যাক্টরির শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আজিজনগরে নির্মিত নতুন টি ফ্যাক্টরি উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সহ-সভাপতি ও বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রæপের সভাপতি আব্দুল লতিফ তারিন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুয়েল, জাতীয় পার্টির সভাপতি মোখলেছুর রহমান, মাওলানা আব্দুল হান্নান, সাবেক ছাত্রলীগ সভাপতি মাসুদ করিম সিদ্দিকী, আলমগীর আলমসহ গণমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় চা চাষীরা উপস্থিত ছিলেন।
ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালনা কমিটি জানান, স্থানীয়দের উদ্যোগে বিসমিল্লাহ চা কারখানাটির শেয়ার হোল্ডার রয়েছেন ২৫ জন। ১৪ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটিতে রয়েছেন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মিয়া, ভাইস চেয়ারম্যান কাজী আনিছুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর মতিয়ার রহমান, পরিচালক মিজানুর রহমান, আবু সাঈদ মিয়া, সাইদুর রহমান বাবলু, শামীম খান, শাহীন খান, রফিকুল ইসলাম, জাকির হোসেন, মোদাচ্ছের হোসেন মেডোনা ও রায়হান মিয়া। উদ্বোধনের মধ্য দিয়ে কারখানাটি চা চাষীদের কাছ থেকে পাতা কিনছে।
উপজেলা শহরের প্রাণকেন্দ্রে আজিজনগর এলাকায় স্থানীয়দের মালিকানায় নতুন টি ফ্যাক্টরি উদ্বোধন হওয়ায় চা চাষীদের মধ্যে এক আশা সঞ্চার সৃষ্টি হয়েছে। দেশের চা শিল্পে পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের পর শীর্ষ অবস্থানে রয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া। চা বাগানের তুলনায় চা কারখানা গড়ে না উঠায় এখানকার চা চাষীরা কাচা চা পাতার ন্যায্য মূল্য পাচ্ছিলেন না। নতুন এই চা কারখানাটি উদ্বোধন হওয়ায় চা চাষীরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এবং আশার আলো দেখছেন। এ বিষয়ে অনুষ্ঠানে কারখানার চেয়ারম্যান ও পরিচালকবৃন্দ জানান, চা চাষীদের কাছ থেকে সরাসরি চা পাতা ক্রয় করবো। কোন প্রকার দালালের মাধ্যমে চা নেয়া হবে না। দীর্ঘদিন ধরেই একটি সিন্ডিকেটের কারণে এ অঞ্চলের চাষীরা চা পাতার ন্যায্যমূল্য না পাওয়ায় আমরা চা চাষীদের দু:খ-দুর্দশার কথা ভেবে কারখানা প্রতিষ্ঠার উদ্যোগ নেই। এতে চা চাষীরা লাভবান হবেন এবং চা চাষে ন্যায্য মূল্য পেয়ে চা চাষে আরো উৎসাহী হবেন এবং এ অঞ্চলের চা চাষীদের আর্থ সামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন হবে বলে আমরা প্রত্যাশা করি।
Posted ১২:৪৭ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ জুন ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি