| বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
রবিউল ইসলাম রতন
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সাথে উপজেলায় কর্মরত সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের অফিস কার্যালয়ে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া ও অনলাইন পোর্টালের সাংবাদিকরা মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন ।
সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা সাংবাদিকদের বলেন, সাংবাদিক কর্মী ও উপজেলা প্রশাসন ঐক্যসূত্রে গাঁথা তাই তেঁতুলিয়ার আইনশৃঙ্খলা কার্যক্রম পরিচালনা, মাদক, বাল্যবিবাহ ও যৌতুক নিরোধসহ সার্বিক উন্নয়নের সহযোগিতা কামণা করেন ও সাংবাদিকদের বস্তনিষ্ঠ, সঠিক তথ্য প্রকাশ করা অনুরোধ করেন।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান (ডাবলু) বলেন, তেঁতুলিয়াকে স্বপ্নের শহর হিসেবে গড়ার জন্য সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে অনিয়ম দূর্নীতির সংবাদ পরিবেশনে আরও দায়িত্বশীল হওয়ার আহবান করেন তিনি । একই সঙ্গে দেশের করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলার জন্য উপজেলায় কর্মরত সাংবাদিকদের জনসচেতনতার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
উক্ত সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, আশরাফুল ইসলাম,সোহরাব আলী, আঃ রাজ্জাক, এম. এ. বাসেত,ডিজার হোসেন বাদশা,এস কে দোয়েল আতিকুজ্জামান শাকিল, জাবেদুর রহমান, আবু তাহের আনছারী, খাদেমুল ইসলাম, হাফিজুর রহমান হাবিব, দেলোয়ার হোসেন নয়ন, মোবারক হোসেন, রবিউল ইসলাম রতন, জুলহাস উদ্দীনসহ প্রমুখ।
এসময় তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল উপস্থিত ছিলেন।
Posted ৩:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি