পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে নকল ও নিষিদ্ধ প্রসাধনী সামগ্রী বিক্রয় করার অপরাধে ৪ প্রতিষ্ঠানের মালিককে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার তেঁতুলিয়া সদর বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করে তাদের এই জরিমান পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।
এ অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।
তিনি বলেন, সকাল থেকে তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।
এ সময় তেঁতুলিয়া সদর বাজারে নকল ও নিষিদ্ধ প্রসাধনী সামগ্রী এবং আমদানিকারক বিহীন বিদেশী পন্য বিক্রয়ের দায়ে ৪৫ ধারায় সীমান্ত কসমেটিক্সকে দুই হাজার, মন্জু কসমেটিক্সকে দুই হাজার, রুফাইদা কসমেটিক্সকে দুই হাজার ও ভাই ভাই কসমেটিক্সকে এক হাজারসহ ৪ প্রতিষ্ঠাকে মোট ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই সাথে তাদের সচেতন করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকতে বলে জানান তিনি।