| রবিবার, ১২ এপ্রিল ২০২০
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড় তেঁতুলিয়ায় মহামারী করোনা ভাইরাস প্রতিরোধ ও এর প্রাদুর্ভাবজনিত পরিস্থিতি মোকাবেলায় অনলাইন বাজার গড়ে তুলতে ‘পঞ্চবাজার’ হোম ডেলিভারী সার্ভিস চালু করলো জেলা সদর উপজেলা প্রশাসন। এ অনলাইন শপের মাধ্যমে ঘর থেকে বের না হয়েই যেকেউ নিত্যপ্রয়োজনীয় বাজার অর্ডার করলেই চাহিদাকৃত বাজার পৌছে দেয়া হবে চাহিদাকারীর বাড়িতে।
শনিবার বিকেলে অনলাইন শপ “পঞ্চবাজার” তেঁতুলিয়া শাখার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার (ভার.) মাসুদুল হক। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা নাসরিন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভার.) মাসুদুল হক বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে ঘর থেকে যাতে নিত্যপ্রয়োজনী বাজার করতে না বের হতে হয়, তার জন্য “পঞ্চবাজার” অনলাইন শপ করা। প্রতিদিন সকাল ৮টা হতে দুপুর ১.০০ পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি মুঠোফোনে অর্ডার করলেই ঘরে পৌঁছে যাবে পণ্য। এখন শুধুমাত্র উপজেলার সদর ইউনিয়নে এ সেবা চালু করা হয়েছে। অতিশীঘ্রই উপজেলার সিপাইপাড়া, তিরনইহাট, শালবাহান, বুড়াবুড়ি, ভজনপুর ও দেবনগর গুরুত্বপূর্ণ বাজার সংলগ্ন এলাকায় এই সেবা পাওয়া যাবে।
“পঞ্চবাজার” এই অনলাইন শপে ঘরমুখী মানুষদের সেবা ব্রত নিয়ে যুক্ত হয়েছে একঝাক তরুণ স্বেচ্ছাসেবক। উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ও উপজেলা পরিষদের সহযোগিতায় পরিচালিত হতে শুরু করলো হোম ডেলিভারি সার্ভিস অনলাইন শপ “পঞ্চবাজার”। পঞ্চবাজার-এ অনলাইন বাজারে হটলাইন নম্বর- ০১৭১৩৭৬০৫৯৬, ০১৯১১৭৭৭৭৪১ উপজেলার যে কেউ ফোনে অর্ডার করলেই ঘরে পৌছে দেয়া হবে চাহিদাকৃত পণ্য।
Posted ১:২৫ পূর্বাহ্ণ | রবিবার, ১২ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি