| বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাদেশ পরিবহন শ্রমিকলীগের উপজেলা শাখার কমিটির সভাপতি জিন্না আলী ও সা.সম্পাদক মানিক মিয়াকে নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা লেবার শ্রমিক ইউনিয়ন অফিস মাঠে এ মতবিনিময় সভা ও কমিটি ঘোষণা করা হয়।
পঞ্চগড় জেলার উদোগে উক্ত মত বিনিময় সভা ও কমিটি ঘোষণা অনুষ্ঠানে বাংলাদেশ পরিবহন শ্রমিকলীগের পঞ্চগড় জেলা শাখার সভাপতি শাহীন রেজা মিঞার সভাপতিত্বে বক্তব্য রাখেন পঞ্চগড় সদর উপজেলার শাখার মহিলা বিষয়ক সম্পাদিকা নাছিমা আক্তার শিখা,সভাপতি শাহ জাহান সিরাজ, জেলা শাখার দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান,জেলা শাখার উপদেষ্টা মামুনুর রশিদ লিয়ন,তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসিন আলী মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ রাজ্জাক,উপজেলার সাবেক ছাত্রলীগ সভাপতি মাসুদ করিম সিদ্দিকী।
এ সময় নতুন কমিটি ফুল দিয়ে বরণ করেন নেতা-কর্মীরা।
Posted ২:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি