| রবিবার, ০৩ নভেম্বর ২০১৯
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুকুরের পানিতে ডুবে মাহিম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার তিরনইহাট ইউনিয়নের দৌলতপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত মাহিম ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রের জানা যায়, দুপুরে মাহিম বাড়ির আঙ্গিনায় খেলা করার সময় পরিবারের সবার অজান্তে বাড়ির পাশ্বে পুকুরে পড়ে যায়। এসময় তাকে না পেয়ে পরিবারের লোকজন খোজাখুজির এক পর্যায়ে মাহিমকে পুকুরে ভাসতে দেখে দ্রæত উদ্ধার করে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
Posted ১১:১০ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ নভেম্বর ২০১৯
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি