| বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
পঞ্চগড় প্রতিনিধি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সামাজিক বনবিভাগ দিনাজপুর এর ব্যবস্থাপনায় তেঁতুলিয়া ইকো পার্কে বঙ্গবন্ধু মেমোরিয়াল প্লান্টেশনে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা, দিনাজপুর সামাজিক বন বিভাগ এর বিভাগীয় কর্মকর্তা মোঃ আব্দুর রহিম, বন বিভাগের পঞ্চগড় রেন্জার মোঃ আব্দুল হাই, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় তেঁতুলিয়া ইকো পার্কে বন বিভাগের ব্যবস্থাপনায় ১০১ প্রজাতির উন্নত জাতের গাছের চারা রোপন করা হয়।
Posted ১২:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি