| শুক্রবার, ০১ নভেম্বর ২০১৯
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ
“দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যে তেঁতুলিয়ায় উদযাপিত হয়েছে জাতীয় যুব দিবস। শুক্রবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্ত¡র হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের নাফিস উদ্দিন,শওকত আলী, ডাহুক কার্যক্রমের ইব্রাহীম খলিল সবুজসহ বিভিন্ন পেশাজীবির ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর হতে চ্যালেঞ্জার ক্লাবকে ২০ হাজার টাকা অনুদান ও ২৫জন প্রশিক্ষণার্থীকে সনদ প্রদান করা হয়।
Posted ৯:১৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ০১ নভেম্বর ২০১৯
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি