দেশের সর্বউত্তরের উপজেলা তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধুর শতবর্ষ বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে মোমবাতি জ্বালিয়ে কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন পালন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু।
দিবসটি উদযাপন উপলক্ষে সূর্যোদয়ের সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান , সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ব-শাসিত প্রতিষ্ঠানসমূহে জাতীয় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিবসটি। সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বর ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এসময় উপস্থিত সহকারি কমিশনার (ভূমি) শেখ জাবের আহাম্মেদ,মডেল থানার ওসি আবু ছায়েম মিয়া, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মাহবুবুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা, রাজনৈতিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন স্বায়ত্ব-শাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।