তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : | শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
তেঁতুলিয়ায় উৎসবমুখর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সেলফোন রিপিয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন (বিসিপিআরটিএ) এর মিলন মেলা ও বনভোজন। শুক্রবার উপজেলা সরকারি অডিটোরিয়ামে কেন্দ্রীয় সদস্য মোঃ নুরুজ্জামান এবং জিএসএম সাগর এর নেতৃত্বে পঞ্চগড় ঠাকুরগাঁও ও নীলফামারীর জেলা কমিটি দিনব্যাপী মিলন মেলা ও বনভোজনের আয়োজন করে।
মধ্যাহ্ন ভোজ শেষে বিকেলে আলোচনা সভায় পঞ্চগড় জেলার BCPRTA সদর থানার সভাপতি মাহবুব সাঈদীর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিসিপিআরটিএ’র মহাসচিব হাজবুল আলম জুলিয়েট। এ সময় উপস্থিত ছিলেন দপ্তর সচিব ওমর ফারুক, অর্থ সচিব গোল্ডেন এ এইচ শরীফ, কার্যনির্বাহী সদস্য মামুন জয়, সেন্ট্রাল সদস্য তৌহিদুল ইসলাম শাহ, সানোয়ার হোসেন বাচ্চু, মোজাম্মেল হক প্রমুখ। এ সময় পঞ্চগড়, ঠাকুরগাঁও ও নীলফামারীর জেলা কমিটির ওমর ফারুক, মোঃ হাসান ও বিকাশ চন্দ্র সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সার্বিক সহযোগিতায় ছিলেন জুলহাস, একরাম,দুলাল ও রাজিউল।
মোবাইল ফোন মেরামত পেশার দ্বারা অপরাধ বন্ধে প্রশাসনের ও সরকারের নিকট সহযোগিতা কামনা করে ৫ দফা দাবি নিয়ে বিস্তর আলোচনা করেন সংগঠনটির মহাসচিব। তিনি বলেন, বাংলাদেশ মোবাইল ফোন মেরামত পেশাকে একটি স্বীকৃত টেকনেশিয়ান পেশা হিসেবে ঘোষণা ও একটি ইআইআর বেইজড এইচএলআর চালু করা, অপরাধ বন্ধ ও অপরাধীদের নিরুৎসাহিত করতে পেশা উল্লেখ করে কঠিন আইন বাস্তবায়ন, কারিগরী শিল্পের উন্নয়নে পেশার সম্মান রক্ষায় যাতে অনভিজ্ঞ, অশিক্ষিত, অপরাধী চক্রের ব্যক্তিরা নীতিমালা বহির্ভূত এ কাজে না আসতে পারে সেক্ষেত্রে সাংগঠনিক কার্যক্রমের স্বীকৃতি প্রদানসহ আরপিএল ব্যবস্থা করতে হবে।
মিলন মেলা ও বনভোজন ঘিরে বিশেষ লটারি আয়োজন করা হয়। লটারি বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।
Posted ৫:৩৫ অপরাহ্ণ | শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি