| সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল হাসান (২৫) নামের এক মোটরসাইকেল আরোহীর। সেইসঙ্গে আহত হয়েছেন তার সঙ্গে থাকা সোহরাওয়ার্দী (২৩) নামের আরেক আরোহীর। নিহত হাসান পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের শেখের হাট এলাকার সাইদুর রহমানের ছেলে। আহত সোহরাওয়ার্দী একই উপজেলার কাজলদীঘি এলাকার চান মিয়া বাবুলের ছেলে।
সোমবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার ভজনপুরে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সকালে মোটরসাইকেল নিয়ে ভজনপুর ডিগ্রী কলেজের সামনে দিয়ে যাচ্ছিলো হাসান ও সোহরাওয়ার্দী। এমন সময় তেঁতুলিয়াগামী একটি বাস তাদের ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন। আহত সোহরাওয়ার্দীর অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে দ্রæত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
Posted ১১:০৭ পূর্বাহ্ণ | সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি