| সোমবার, ১৬ মার্চ ২০২০
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আকাশ (২৮) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বাসের প্রায় ২০জন যাত্রী।
সোমবার (১৬ মার্চ) বিকেলে উপজেলার দেবনগড় ইউপির অন্তর্গত চৌরাস্তা বাজার আমতলি এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত আকাশ জেলা সদর উপজেলার মালিপাড়া এলাকার পছিরউদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, জনতা এন্টার প্রাইজ (চট্র-মেট্রো-জ ১১-০১৫৯) নামের একটি যাত্রীবাহী বাস পঞ্চগড় থেকে তেঁতুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি আমতলি এলাকায় পৌছালে বাসের সামনের একটি চাকা বাস্ট হলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বামে একটি খাদে পড়ে যায়। এতে বাসের যাত্রীরা ও আকাশ আতঙ্কিত হয়ে বাস থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করলে আকাশ বাসের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই মারা যায় আকাশ। পরে খবর পেয়ে তেঁতুলিয়া হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এদিকে আহতরা স্থানীয়দের সহযোগীতায় উপজেলায় ও পঞ্চগড় সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়।
এ বিষয়ে তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবি প্রধান একজন যাত্রীর নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
Posted ১:০৬ অপরাহ্ণ | সোমবার, ১৬ মার্চ ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি