| বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
তেঁতুলিয়া প্রতিনিধি (পঞ্চগড়) : তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নে বাঁশঝাড় থেকে বিরল প্রজাতির শকুন উদ্ধার করে স্থানীয়রা।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার তিরনইহাট ইউপির অন্তর্গত ফকিরপাড়া এলাকা থেকে ওই শকুনটিকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ধান ক্ষেতে কাজ করতে গিয়ে ওই পাখিটিকে বাঁশঝাড়ে পড়ে থাকতে দেখে আটক করে বেঁধে রাখে। শকুন আটকের বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে মুহূর্তে এলাকার আশপাশের লোকজন জড়ো হয়। তবে স্থানীয় অনেকের দাবি দুপুর থেকে বিকাল পর্যন্ত পাখিটি আটক থাকলেও বন বিভাগের কোনো লোকজন ঘটনাস্থলে আসেনি।
জুলহাস উদ্দীন নামে একজন দৈনিক অধিকারকে বলেন, পাখিটির আকৃতি পাখা মেললে প্রায় ৪ ফুট প্রস্থের হবে। পাখিটি হয়তো ঘুরতে এসে অসুস্থ হয়ে পড়ে যায় বাঁশঝাড়ে।
তেঁতুলিয়া উপজেলা ফরেস্ট ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান প্রথম দৃষ্টিকে বলেন, দুপুর থেকে বিষয়টি কেউ জানায়নি। আমরা খবর পাওয়ার পর সেখানকার ইউপি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে খবর নিচ্ছি। যদি সত্যিই পাখিটি আটক থাকে তাহলে আমরা তাকে উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
Posted ৪:৩৬ অপরাহ্ণ | বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি