| বুধবার, ০৮ এপ্রিল ২০২০
রবিউল ইসলাম , তেঁতুলিয়া (পঞ্চগড়) :
পঞ্চগড়ের তেঁতুলিয়া বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে গত সোমবার (৬ এপ্রিল)
ভারতে চলা কারফিভারতের বিভিন্ন এলাকায় আটকে পড়া ৪ বাংলাদেশি নাগরিক দেশে ফিরে। তাদের ইমিগ্রেশন ভ্রমনের পাশে প্রাণিসম্পদ কোয়ারেন্টাইন স্টেশন ভবনে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয় এবং সামনে যারা এই ইমিগ্রেশন দিয়ে ফিরবে তাদের প্রাণিসম্পদ কোয়ারেন্টাইন স্টেশন ভবন এবং একটি আবাসিক হোটেলে ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য সিদ্ধান্ত নেয়া হয়।
গতকাল হটাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়িয়ে পরে যে বুধবার (৮ এপ্রিল) ২৭৮ জন বাংলাদেশি নাগরিক বাংলাবান্ধা ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে এবং তাদের তেঁতুলিয়া সদরের জনবসতিপূর্ণ এলাকায় কোয়ারেন্টাইনে রাখা হবে। গুজবটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু বলেন, প্রাণঘাতী এই মহামারী নিয়ে অপরাজনীতি করার সময় এখন নয়। মহামারী করোনা ভাইরাস নিয়ে কোন প্রকার অপরাজনীতি, গুজব, বিভ্রান্তিমূলক তথ্য প্রচার না করার জন্য অনুরোধ করেন, একই সাথে তিনি জানান তার ব্যক্তিমালিকানাধীন কাজী ব্রাদার্স আবাসিক হোটেলের ১০টি বেড ও ২টি সার্ভিস রুম প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে শুধু মাত্র তেঁতুলিয়ার স্থায়ী বাসিন্দাদের জন্য, কোন বিদেশ প্রত্যাগত ব্যক্তির জন্য নয়।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাসুদুল হক বলেন, ইমিগ্রেশন দিয়ে ভারত থেকে ফিরে আসা বাংলাদেশিদের ইমিগ্রেশনের পাশে প্রাণিসম্পদ কোয়ারেন্টাইন স্টেশন ভবন এবং একটি আবাসিক হোটেলে বাধ্যতামূলক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকাতে হবে । কাউকে গুজবে কান না দেয়ার অনুরোধ করেন তিনি ।
Posted ১১:১২ পূর্বাহ্ণ | বুধবার, ০৮ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি