| রবিবার, ২৭ অক্টোবর ২০১৯
তেঁতুলিয়ায় ভ্রাম্যমান আদালতে মহিদুল ইসলাম (২৮) নামের এক ভূয়া চিকিৎসককে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ডসহ ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় তেঁতুলিয়া বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুল হক এ দন্ডাদেশ প্রদান করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আবু জাফর মো. আজাদ এবং তেঁতুলিয়া মডেল থানার এএসআই মাইদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
দন্ডপ্রাপ্ত মহিদুল ইসলাম রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার গুর্জিপাড়া ঢোড়াকান্দর গ্রামের আবুল কাশেমের পুত্র।
তেঁতুলিয়া বাজারের একটি ইউনানী ঔষধের দোকানে বসে নিবন্ধন ব্যতীত ভূয়া পদবী (মেডিকেল অফিসার) ব্যবহার করে এবং আইন বর্হিভূতভাবে এলোপ্যাথিক চিকিৎসা প্রদানসহ নিয়মিতভাবে রোগীদেরকে ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) প্রদান করে স্থানীয় জনসাধারণের সাথে প্রতারণা করে আসছেন।
এ সময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল হক ঘটনাস্থলে উপস্থিত জনসাধারণকে ভূয়া ডাক্তারদের থেকে সর্তক থাকার জন্য পরামর্শ প্রদান করেন এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
Posted ৯:৪৩ পূর্বাহ্ণ | রবিবার, ২৭ অক্টোবর ২০১৯
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি