| শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
তেঁতুলিয়া(পঞ্চগড়)প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি কাজে বাঁধা দেওয়ায় দুই যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল ৪.৩০টায় তেঁতুলিয়া সদর ইউনিয়নের আজিজনগর এ আটক করা হয়।
এ সময় ভ্রাম্যমান আদালতে উপজেলা নির্বাহী অফিসার (ভার.) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. মাসুদুল হক এ দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত হলেন আজিজনগর গ্রামের মফিজ উদ্দীনের পুত্র মো. জাকারিয়া (২৫) এবং মরহুম আবুল কাশেমের পুত্র মো. সাজ্জাদ (২০)।
জানা যায়, আজিজনগর গ্রামের অভ্যন্তরীণ রাস্তার পার্শ্ববর্তী স্থানে বসে তাস ক্রীড়ারত অবস্থায় ৮/১০ জন যুবককে একসাথে দেখতে পেয়ে দায়িত্বরত স্থানীয় গ্রাম পুলিশ তাস খেলায় বাধা প্রদান করলে তাকে আটক করে রাখার অপচেষ্টা করেন। তাৎক্ষনিক খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁদের আটক কর হয়।
এ সময় ভ্রাম্যমান আদালতে ঘটনাস্থলে আটককৃত দুই যুবককে চলমান করোনা পরিস্থিতিতে সরকারী কর্মচারীকে সরকারী কার্য সম্পাদনে বাধা প্রদান এবং অবহেলাজনিত কার্য যার দ্বারা জীবন বিপন্নকারী রোগের সংক্রমণ বিস্তার লাভ করার সম্ভাবনা থাকায় এবং এরূপ কাজ করার দায়ে দন্ডবিধি, ১৮৬০ এর ১৮৬ ও ২৬৯ ধারায় ০৪ (চার) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে পঞ্চগড় জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এ সময় তেঁতুলিয়া মডেল থানার এএসআই আবু সুফিয়ানসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
Posted ১:৩০ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি