তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : | শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
আজিজনগরের ৬০ লক্ষ টাকা ব্যায়ে জামে মসজিদের নব-নির্মিত ভবনের উদ্বোধন করছেন স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব একেএম মিজানুর রহমান।
পঞ্চগড় তেঁতুলিয়া আজিজনগরের জামে মসজিদের নব-নির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আজিজনগরের ৬০ লক্ষ টাকা ব্যায়ে জামে মসজিদের নব-নির্মিত ভবনের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব একেএম মিজানুর রহমান।
জোয়াহের আলী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, জেলা পরিষদের প্রধান নির্বাহী আব্দুল আলীম খান ওয়ারেশী, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী শামসুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা, সহকারি কমিশনার (ভূমি) মাসুদুল হক, আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, জেলা পরিষদের সদস্য আতিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, সদর ইউপি চেয়ারম্যান কাজী আনিছুর রহমান, প্রকৌশলী আবু সাঈদ, জাতীয় পার্টির সভাপতি মোখলেসুর রহমান, আবু সাঈদ মিয়া, এরশাদ হোসেন জুলফিকারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Posted ১০:৩৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৭ নভেম্বর ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি