| বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় তিরনই ও সিপাইপাড়া বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি না মানায় ৪ জন ব্যক্তিকে ১ হাজার ৪’শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা এ দন্ডাদেশ প্রদান করেন।
এছাড়াও এসময় জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার জন্য সচেতন করা হয়।
Posted ২:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি