| শুক্রবার, ১০ জানুয়ারি ২০২০
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। সেই সাথে মুজিববর্ষ উদযাপনের ক্ষণগণনা শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার দুপুর আড়াইটায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন করা হয়। বিকেল সাড়ে ৪টায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয়ভাবে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে মুজিববর্ষের ক্ষণগণনার লোগো উন্মোচনের মধ্যদিয়ে আনুষ্ঠানিক উদ্বোধনের পর তেঁতুলিয়ায় মুজিববর্ষ উদযাপনের কাউন্টডাউন ঘড়ির মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু।
নির্বাহী অফিসার রফিকুল আলমের সভাপতিত্বে কাজী মতিউর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুল হক, মডেল থানার ওসি জহুরুল ইসলাম, বীর প্রতীক আব্দুল মান্নান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, মুক্তিযুদ্ধের যুদ্ধকালীন কমান্ডার আইয়ুব আলীসহ প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও তেঁতুলিয়া প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ।
এদিকে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে সন্ধ্যার আগমুহুর্তে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিণ তেঁতুলিয়া ক্লিন তেঁতুলিয়া’র উদ্যোগে নির্বাহী অফিসার রফিকুল আলমের নেতৃত্বে উপজেলার প্রাণকেন্দ্র ঐতিহাসিক তেতুলতলাসহ চৌরাস্তা বাজারের পরিস্কার পরিচ্ছন্নতা রাখতে কাজ করে। সেই সাথে বিভিন্ন দোকানপাট, হোটেল রেস্তোরার মালিকদের পণ্য সামগ্রী ও যত্রতত্র স্থানে দোকানের ময়লা-আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিন ঝুঁড়িতে রাখার নির্দেশ দেন। এ কাজে অংশ নেয় সংগঠনটির প্রায় অর্ধ-শতাধিক স্বেচ্ছাসেবক। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় শিল্পকলা একাডেমী শিল্পীদের নিয়ে বিশেষ সংগীতানুষ্ঠান।
Posted ১২:৪১ অপরাহ্ণ | শুক্রবার, ১০ জানুয়ারি ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি