তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি | শনিবার, ২৮ আগস্ট ২০২১
বেশি বেশি মাছ চাষ করি-বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন উপজেলা মৎস দপ্তর। শনিবার (২৮ আগষ্ট) সকালে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান বিগত অর্থ বছরের বার্ষিক চাহিদা ও উৎপাদনের চিত্র সাংবাদিকদের কাছে উপস্থাপন করেন। ২৮ আগস্ট শনিবার থেকে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
চলমান করোনা কালীন সময়ে সীমিত পরিসরে সপ্তাহ জুড়ে প্রচার মাইকিং, ব্যানার ও ফেস্টুন দিয়ে প্রচারণাসহ প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষীদের নিয়ে বিভিন্ন কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীসহ জার্নালিস্ট ক্লাবের আশরাফুল ইসলাম, এস কে দোয়েল, আতিকুজ্জামান শাকিল, হাফিজুর রহমান হাবিব, আহসান হাবীব, মোবারক হোসাইন, জুলহাস উদ্দিনসহ কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Posted ৭:৫৮ পূর্বাহ্ণ | শনিবার, ২৮ আগস্ট ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি