তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : | বুধবার, ১৪ অক্টোবর ২০২০
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা পরিষদ চত্ত্বরের সরকারি বাসভবনে চুরি করতে গিয়ে হাতেনাতে আটক হলে, জসিম উদ্দীন (৩৬) নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় তেঁতুলিয়া উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আবাসিক বাসভবনে চুরি উদ্দেশ্যে অনুপ্রবেশের সময় লোকজন টের পেয়ে ধাওয়া করলে দৌড়ে পালানোর সময় জসিমকে হাতেনাতে আটক করে স্থানীয় লোকজন।
দন্ডপ্রাপ্ত জসিম উদ্দীন পঞ্চগড়ের সদর উপজেলার ভিতরগড় এলাকার আমবাড়ি গ্রামের জাহের আলী খাঁ’র পুত্র।
তাৎক্ষনিক খবর পেয়ে ঘটনাস্থলে তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. মাসুদুল হক ভ্রাম্যমান আদালতে জসিমকে দন্ডবিধি, ১৮৬০ এর ৩৫৬ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
Posted ৫:১৭ অপরাহ্ণ | বুধবার, ১৪ অক্টোবর ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি