তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি | বুধবার, ০৫ মে ২০২১
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারি গুদামে গম ক্রয়ের জন্য লটারির মাধ্যমে কৃষকের তালিকা নির্ধারণ করা হয়েছে। বুধবার দুপুরে খাদ্য গুদামে লটারির মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু।
উপজেলার ৭টি ইউনিয়নের ৩ হাজার ৫০৫ জন তালিকাভুক্ত গম চাষি কৃষকের মধ্যে ১ হাজার ৫৪১ জন কৃষকের নাম লটারির মাধ্যমে তালিকাভুক্ত করা হয়। মোট বরাদ্দ রয়েছে ১৫৪১ মেট্রিক টন। তার মধ্যে তেঁতুলিয়া খাদ্য গুদামের জন্য ৯১৩ মেট্রিক টন ও ভজনপুর খাদ্য গুদামের জন্য ৬২৮ মেট্রিক টন। স্বচ্ছ ও নিরপেক্ষ ভাবে পরিচালিত করা হয় লটারির কার্যক্রম। ১ হাজার ৫৪১ জন কৃষকের কাছ থেকে ২৮ টাকা দরে ক্রয় করা হবে এ বছরে গম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা, কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, খাদ্য নিয়ন্ত্রক জহুরুল হক (অ.দা), ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা আব্দুল্লাহ আল ফারুক ও জাতীয় পার্টির সভাপতি মোখলেসুর রহমান প্রমুখ।
Posted ১:৩৫ অপরাহ্ণ | বুধবার, ০৫ মে ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি