তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : | মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিশ্ব ভালোবাসা দিবসে পালিত হয়েছে ২২তম সুন্দরবন দিবস। সোমবার দুপুরে আল ফাতাহ্ ফাউন্ডেশনের আয়োজনে র্যা লি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রলীগের সভাপতি আসফাকুর রহমান সোহান, আল ফাতাহ্ ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াসির আরাফাত প্রিন্স, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, নির্বাহী পরিচালক আবু সাঈদ সুমন, আন্তর্জাতিক জলবায়ু কর্মী মাহমুদুল ইসলাম মামুন, ছিন্নমূল ফাউন্ডেশনের চেয়ারম্যান সুমন হাসান, তেঁতুলিয়া জার্নালিস্ট ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, এস কে দোয়েল, রবিউল ইসলাম রতন, সিনিয়র সাংবাদিক সহ আরো অনেকে।
আলোচনা সভায় বক্তারা বলেন,সুন্দরবন দেশের ঐতিহ্য ও জাতীয় সম্পদ। এই বন নিয়ে আমরা গর্ব করি। সুন্দরবন বাংলাদেশকে মায়ের মতো রক্ষা করে। কিন্তু কিছু লোক এই বনকে ধ্বংস করার চেষ্টা করছে। তাই সুন্দরবনকে রক্ষার জন্য এই অঞ্চলের মানুষকেই আগে এগিয়ে আসতে হবে।’যারা সুন্দরবনকে ধ্বংস করতে চায় তাদের আইনের আওতায় আনার পরামর্শ দেন।
Posted ৬:০১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি ২০২২
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি