তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : | শনিবার, ২৩ জানুয়ারি ২০২১
তেঁতুলিয়ায় বাংলাদেশ স্কাউটের উপজেলা শাখার ৬ষ্ট ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ জানুয়ারি) জেলা পরিষদ কমিউনিটি কাম- অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ত্রি-বার্ষিক কাউন্সিল। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর অঞ্চলের সহকারি পরিচালক মোহাম্মদ বাচ্চু মিয়া, জেলা স্কাউটের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম।
কাউন্সিলে পদাতিকারে উপজেলা নির্বাহী অফিসার সভাপতি থাকায় সবার কন্ঠভোটে সহ-সভাপতি পদে উমর আলী, মামুনুর রশিদ, মজাহারুল ইসলাম, ফজলুল করিম, কাজী মতিউর রহমান নির্বাচিত হয়েছেন। দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাসুদ আল করিম সরকার।
অন্যান্য পদগুলোতে যুগ্ম সম্পাদক এরশাদ হোসেন জুলফিকার, কমিশনার নজরুল ইসলাম নির্বাচিত করে ৩ বছর মেয়াদী ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ত্রি-বার্ষিক এ কাউন্সিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রায় ২০০ স্কাউটস শিক্ষক-শিক্ষিকা অংশ নেন।
Posted ১২:৪০ অপরাহ্ণ | শনিবার, ২৩ জানুয়ারি ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি