| শনিবার, ১৫ আগস্ট ২০২০
রবিউল ইসলাম রতন
করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ শনিবার (১৫ আগস্ট) তেঁতুলিয়া বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি না মানায় ১২ জন ব্যক্তিকে অর্থদন্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা এবং সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুল হক এ দন্ডাদেশ প্রদান করেন।
অপরদিকে বাল্যবিবাহ করার দায়ে তেঁতুলিয়া সদর ইউনিয়নের খালপাড়া এলাকার এক ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এছাড়াও হাট-বাজারে থাকা ব্যক্তিদের সচেতন করাসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করার লক্ষ্যে মাস্ক বিতরণ করা হয়।
Posted ৪:১৯ অপরাহ্ণ | শনিবার, ১৫ আগস্ট ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি