তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : | শনিবার, ২৬ জুন ২০২১
মহামারী করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও গণসচেতনতা নিশ্চিত করতে তেঁতুলিয়ায় অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা সদরের চৌরাস্তা বাজার, রনচন্ডি, তিরনই ও সিপাইপাড়া বাজারে অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা। এ অভিযানে স্বাস্থ্যবিধি না মানার দায়ে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫(২) ধারায় ০৮টি মামলায় ২১ ব্যক্তিকে বিভিন্ন অংকে অর্থদন্ড প্রদানে দন্ডাদেশ দেন তিনি।
অপর একই সময়ে বুড়াবুড়ি ও ভজনপুর বাজারে অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুল হক। এ সময়ে দুই জন ব্যক্তিকে অর্থদন্ড প্রদান করেন। এ সময় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাস্ক বিতরণসহ গণপরিবহণে যাত্রী চলাচল মনিটরিং করা হয়।
এদিকে সন্ধ্যায় বাংলাবান্ধা স্থলবন্দরের কেপিআই এলাকা পরিদর্শন করেন নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা। দেশের একমাত্র চর্তুদেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা (বাংলাদেশ-ভারত-নেপাল-ভূটানে) বাণিজ্যিক/আমদানী-রপ্তানী কার্যক্রম পরিচালনার নিমিত্ত পণ্য পরিবহণ কাজে নিয়োজিত ট্রাক সমূহ মহাসড়কের উপর যত্রতত্র পার্কিং না করা, ট্রাক চালকদের যথাযথ স্বাস্থ্যবিধি নিশ্চিত করাসহ বন্দর এলাকায় শৃঙ্খলা আনয়নের জন্য চালক ও বন্দর কর্তৃপক্ষকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং রাস্তার উপর যত্রতত্র পার্কিংকৃত পণ্যবাহী ট্রাক বন্দর ইয়ার্ডে প্রবেশ নিশ্চিত করেন। এ সময় মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়াসহ সঙ্গীয় ফোস ও বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান জনাব কুদরত-ই-খুদা মিলন উপস্থিত ছিলেন।
নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অভিযান পরিচালনায় আরো কঠোর হচ্ছে। আগামী সোমবার থেকে এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন ঘোষণা করা হবে। এ লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন বিধি মোতাবেক কাজ করবে বলে জানান এ নির্বাহী কর্মকর্তা।# ২৬/০৬/২১
Posted ৪:৩৩ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ জুন ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি