তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি – | রবিবার, ২১ ফেব্রুয়ারি ২০২১
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সরকারি বেদখলীয় ১৪২ শতক খাস জমি উদ্ধার করলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুদুল হক। উপজেলার খয়খাটপাড়ার মৌজার ৫২৮ দাগে জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন ও নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার নির্দেশনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে ৬০ লক্ষ টাকা মূল্যের এসব জমি উদ্ধার করতে সক্ষম হন এই ভূমি কর্মকর্তা।
এ কাজে সার্বিক সহযোগিতা করেছেন তিরনইহাট ইউনিয়ন পরিষদের রফিকুল ইসলাম, ইউনিয়ন পরিষদের মেম্বার, সার্ভেয়ার, প্রামবাসী, গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই জমিগুলো প্রায় ১শ ৫০ বছর ধরে বেদখলীয় ছিল বলে জানা যায়।
এসব উদ্ধারকৃত জমিতে মুজিববর্ষ উপলক্ষে ভূমি-গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রæতির আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ করে দেয়া ও কিছু অংশে এলাকাবাসীর জন্য সরকারিভাবে কবরস্থাণে নির্মাণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ বিষয়ে শনিবার বিকেলে সহকারি কমিশনার (ভূমি) মাসুদুল হক জানান, প্রায় দেড়শো বছর ধরে সরকারি ১৪২ শতক জমি বেদখলীয় থেকে উদ্ধার করতে পেরেছি। আশা করছি, এ জমিটুকুতে ভূমিহীন ও গৃহহীনদের মুজিববর্ষে আশ্রয় করে দিতে পারবো।
Posted ৩:৫৩ পূর্বাহ্ণ | রবিবার, ২১ ফেব্রুয়ারি ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি