| শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস (কোভিড-১৯)। এই মহামারি ভাইরাস থেকে রক্ষা পেলো না পঞ্চগড় জেলাও, এর আগে রংপুর বিভাগের মধ্যে একমাত্র পঞ্চগড় জেলাতেই কনো করোনা রোগি সনাক্ত হয়নি, কিন্তু আজ শুক্রবার (১৭ এপ্রিল) অবশেষে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রথম ১ জনের করোনা ভাইরাস আক্রান্ত সনাক্ত হয়েছে।
শুক্রবার বিকেলে রংপুর মেডিক্যাল কলেজের করোনা পরীক্ষাগারে ওই নারীর নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়।
জানা যায় ,৪২ বছর বয়সী এই নারী পঞ্চগড়ের প্রথম করোনায় আক্রান্ত হলেন। তিনি ঢাকার মীরপুর থেকে বাড়ি ফিরেছেন। তার বাড়িটি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন।
এ ঘটনায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় করোনা শনাক্ত হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় জরুরি সভা করে শনিবার সকাল ১০টা থেকে পুরো জেলা লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন বলেন, করোনা শনাক্ত হওয়ায় শনিবার সকাল ১০টা থেকে পুরো জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।
Posted ৩:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি