তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : | শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
তেঁতুলিয়ায় ২৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ নাঈম হোসেন (২৮) নামের এক যুবককে আটক করেছে মডেল থানা পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৪টায় বাংলাবান্ধা ইউনিয়নের পাগলীডাঙ্গী বাজার সংলগ্ন মহাসড়কের ধারে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ আটক করে পুলিশ। আটক নাঈম হোসেন ওই ইউনিয়নের বাইনগছ এলাকা এলাকার শরিফুদ্দিনের পুত্র।
পুলিশ জানায়, বিকেলে গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে এস আই দীনবন্ধু, এএস আই মোখলেছ, এএস আই আকতার বাংলাবান্ধা ইউনিয়নের পাগলীডাঙ্গী বাজার সংলগ্ন মহাসড়কের পাশে অভিযান চালিয়ে ২৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ নাঈম হোসেনকে আটক করে।
এ বিষয়ে মডেল থানার ওসি আবু ছায়েম মিয়া জানান, ২৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।
Posted ১:৩৫ অপরাহ্ণ | শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি