তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : | সোমবার, ০৫ এপ্রিল ২০২১
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার রাত ৯টা ২০ মিনিটে ৫.৬ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ীত্বের এই কম্পনে কেঁপে উঠে ঘরবাড়ি।
রিখটার স্কেলের ৫.৬ মাত্রার ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছেন তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ। ভারতের সিকিমে এর উৎপত্তি স্থল বলে জানান তিনি। সিকিম তেঁতুলিয়ার কাছে হওয়ায় বেশ অনুভূত হয়।
স্থানীয়দের কয়েকজন জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে তাদের ঘর কেঁপে ওঠে। ঘরের ফ্যান, আলমারি, ফ্লোর কাঁপতে থাকে। আতঙ্কে অনেককে ছুটাছুটি করতে দেখা গেছে। তবে এ ভূমিকম্পে তাৎক্ষণিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। # ০৫/০৪/২১
Posted ৪:৪২ অপরাহ্ণ | সোমবার, ০৫ এপ্রিল ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি