পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সকাল থেকে বিকেল পর্যন্ত ৮৩ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে এ বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান,সকালে শুরু হওয়া বৃষ্টি বিকেল পর্যন্ত টানা বৃষ্টিতে ৮৩ দশমিক ৯ মিলিমিটার রেকর্ড করা হয়েছে।
তিনি আরো বলেন, সকাল ৯টায় সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয় ১৮ দশমিক ৯ ডিগ্রি এবং সর্বোচ্চ রেকর্ড করা হয় ৩০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।