তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : | বৃহস্পতিবার, ০১ এপ্রিল ২০২১
পঞ্চগড়ের তেঁতুলিয়ার সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে আগামী ২০২১-২২ অর্থ বছরের এ বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। সদর ইউ’পি চেয়ারম্যান কাজী আনিছুর রহমানের সভাপতিত্বে অর্থ বছরের ১ কোটি ৮৫ লাখ টাকার বাজেট ঘোষণা করেন সচিব সাইদার রহমান।
মহামারী করোনা দুর্যোগের কারনে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন ইউপি সদস্য জামাল উদ্দিন বাবু, মো. ইসলাম, শাহজাহান, আজগর আলী, আব্দুল হাকিম, মনসুর আলমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অত্র ইউনিয়নের বিভিন্ন পেশাজীবির নাগরিক উপস্থিত ছিলেন।
Posted ১:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ এপ্রিল ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি