তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : | রবিবার, ২১ মার্চ ২০২১
মহামারী করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় একযোগে দেশব্যাপি বাংলাদেশ পুলিশের উদ্বুদ্ধ করণ কর্মসূচীর অংশ হিসেবে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা শুরু করলো তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।
রবিবার দুপুর ২ টায় উদ্যোগে চৌরাস্তা বাজারে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মহামারি করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধে জনসচেতনতা মুলক প্রচার-প্রচারণা চালানো হয়।
প্রচারণায় হ্যান্ড মাইক দিয়ে বাজারের মাস্কবিহীন নাগরিকদের মাক্স পরিধান ও স্বাস্থবিধি মেনে চলতে আহবান জানানো হয়। অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়া ও ওসি তদন্ত বেনজির আহমেদসহ সঙ্গীয় পুলিশরা মাস্কবিহীন পথচারীদের মাস্ক পরিয়ে দেন।
তেঁতুলিয়া মডেল থানা অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়া জানান, করোনা মোকাবেলায় জনসাধারণকে সচেতন, উদ্বুদ্ধ করণ ও অনুপ্রাণিত করার পদক্ষেপ হিসেবে এ কর্মসুচী পালন করা হচ্ছে। প্রচারণার অংশ হিসেবে আমরা জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে ও মাস্ক পরতে অনুরোধ করছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।
Posted ১:৪০ অপরাহ্ণ | রবিবার, ২১ মার্চ ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি