নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৩ অক্টোবর ২০২১
আসন্ন তেঁতুলিয়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিলেন বাংলাদেশ ছাত্রলীগ তেঁতুলিয়া উপজেলা শাখার দুই বারের সাবেক সফল সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক,শিক্ষানুরাগী, রাজনৈতিক ব্যাক্তিত্ব,দুর্দিনের ত্যাগী জননেতা,গরীব মেহনতী মানুষের বন্ধু মাসুদ করিম সিদ্দিকী।
আজ রোববার (৩ অক্টোবর) বিকেলে জেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাটের নিকট চেয়ারম্যান পদে আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশার জন্য তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু,জেলা আ’লীগের সহ-সভাপতি আবু তোয়বুর রহমান,পঞ্চগড় পৌর আ’লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির উজ্জ্বল প্রমুখ।
এবিষয়ে তেঁতুলিয়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগের দলীয় নমিনেশন প্রত্যাশী মাসুদ করিম সিদ্দিকী বলেন,আমি দীর্ঘ দিন ধরে তেঁতুলিয়া সদর ইউনিয়নের মানুষের জন্য কাজ করে যাচ্ছি। সবসময় চেষ্টা করছি তাদের বিপদে আপদে পাশে থাকার। আমি দীর্ঘ দিন আ’লীগের রাজনীতির সাথে যুক্ত। সদর ইউনিয়ন পরিষদ
চেয়ারম্যান পদে আমার দলীয় নেতাকর্মী ও ইউনিয়নবাসী অনুরোধে আ’লীগের দলীয় মনোনয়নের জন্য আবেদন করেছি। আমি আশাবাদী আমাকে নৌকা মার্কার মনোনয়ন দিয়ে আমাকে মানুষের সেবা করার সুযোগ করে দেবে৷
Posted ১:২৭ অপরাহ্ণ | রবিবার, ০৩ অক্টোবর ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি